বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও র্যালি প্রদর্শনী করা হয়।
এদিন সকাল ৭ঃ৩০ ঘটিকার সময় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মিসেস শামীম আরা মান্নান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান।
সকাল ৮ঃ৩০ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে এক র্যালি প্রদর্শনী বের হয় যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর মোঃ জাহাঙ্গীর হোসেন, আমিনুর রহমান তপু, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু ,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদ কবির লিমন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক জিয়া কাসেম আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন, পৌর কাউন্সিলর রাশেদুল হক রিগান, সাবেক কাউন্সিলর মাজেদ আলী বিশ্বাস, পাঁচ নম্বর সিমলা রোকনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ ইদ্রিস, যুবলীগ নেতা খাইরুল ইসলাম, সোহাগ আলীসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট