1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:০১ অপরাহ্ন

মহেশপুরে পৃথকভাবে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
পৃথক আলোচনাসভায় বক্তব্য রাখছেন বাম পাশ থেকে ঝিনাইদহ ০৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজি ও সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল

ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুই স্থানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ অর্পণ করার পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজী।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান টিপু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদ মেহেবুব রনজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।

অপরদিকে পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কুন্ডুর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. সালাউদ্দীন আহামেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আশরাফুন নাহার শিউলি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ, প্রভাষক মুকুল গাজি প্রমুখ।

এর পূর্বে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews