সহস্রবার শুধিয়েছি তোমায়
বলেছি নিখাঁদ ভালোবাসি।
বুঝে ও না বুঝার ভান করেছো
মুখে মুচকি হাসি।
বুকের মাঝে করোনি ধারন
হওনি প্রেম যমুনার নদী
স্রোতের জলে শীতল ধারায়
বইলে না নিরবধি।
এক পক্ষ হতে সযতনে প্রেম
করেছি নিবেদন।
ভালোবাসি সহস্রবার বলেছি
আকুতি প্রেম আবেদন।
একপক্ষের প্রেম পায় না পূর্ণতা
কষ্ট রাশি রাশি।
তবুও অগণিত বার বলেছি
তোমায় ভালোবাসি।
ভালোবেসে তোমার বুকে
দাও যদি গো ঠাঁই।
সারাটি জীবন তোমার তরে
উৎসর্গ করতে চাই।