1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

চুনকুড়ি সেতু নির্মাণে ২৬০ কোটি টাকা দিচ্ছে কুয়েত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
খুলনার চুনকুড়ি সেতু নির্মাণে ২৬০ টাকা ঋণ দিয়েছে কুয়েত। বাংলাদেশ সরকার ও কুয়েত ফান্ড ফর অ্যারাব ইকোনমিক ডেভেলপমেন্টের (কেএফএইডি) মধ্যে “চুনকুড়ি সেতু নির্মাণ” শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ২২ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন চুক্তিসই হয়েছে। প্রতি ডলার সমান ১১৭ টাকা ৫১ পয়সা ধরে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ২৬০ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ, এবং কেএফএইডির পক্ষে ভারপ্রাপ্ত মহাপরিচালক ওয়ালিদ আল বাহার ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সড়ক ও জনপদ অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের উদ্দেশ্য হলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উপজেলা পর্যায়ে নিরবচ্ছিন্ন সড়ক নেটওয়ার্ক উন্নয়ন করা এবং উল্লিখিত সেতু ও এ্যাপ্রোচ রোড নির্মাণের মাধ্যমে দাকোপ, বটিয়াঘাটা ও খুলনার মধ্যে যাতায়াতকে আরও সুবিধাজনক ও দ্রুততর করা। এই প্রকল্পটি সুন্দরবন সংলগ্ন এলাকার অর্থনৈতিক ও পর্যটন শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

কেএফএইডি১৯৭৪ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক উন্নয়ন খাতের প্রকল্পে নমনীয় ঋণ সহায়তা প্রদান করে আসছে। এই ঋণচুক্তিটি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে অব্যাহত সহযোগিতার একটি উল্লেখযোগ্য নিদর্শন। উল্লিখিত ঋণটি নমনীয় ঋণ যার বাৎসরিক সুদের হার ১ দশমিক ৫ শতাংশ।

ডিসবার্সমেন্টের উপর প্রশাসনিক চার্জ ০ দশমিক ৫ শতাংশ এবং ঋণ পরিশোধ কাল ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৪ বছর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews