পঞ্চগড়ের বোদা উপজেলার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশীপ (এপ্রিল-জুন) সেশনের টাকা বিতরন করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহায়তায় উমেন এন্ডিং হাঙ্গার ও ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের আয়োজনে শনিবার বিকাল ০৩ টায় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড হলরুমে শিক্ষাবৃত্তির টাকা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান মিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহসভাপতি আঞ্জুমান আরা, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ফাইন্যান্স ডিরেক্টর সৈয়দা ইয়াসমিন পান্না, উমেন এন্ডিং হাঙ্গারের সভানেত্রী মহেসনা বেগম, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার অনিল শর্মা, মালেকা বেগম, ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের(কালীগঞ্জ ঝিনাইদহ) সভাপতি ফাওজুর রহমান সাবিত, পঞ্চগড়ের সাধারণ সম্পাদক রায়হান কবির।
এপ্রিল-জুন কোয়াটারে বোদা উপজেলার বিভিন্ন গ্রামের স্কুল পর্যায়ের ১৯ জন এবং কলেজ পর্যায়ের ২৬ জন শিক্ষার্থীর মাঝে এই টাকা বিতরন করা হয়।
উল্লেখ্য, গত ২০০৩ সাল থেকে জাপানী নারি হিরোকো কোবাইসির সহযোগিতায় বোদা উপজেলায় ৫০জন এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ৫০জনসহ মোট ১০০ মেধাবী মেয়েকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।
স্কুল পর্যায়ে মাসিক ৪০০ টাকা এবং কলেজ পর্যায়ে মাসিক ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট