1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পলাশবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়, সেনা হস্তক্ষেপে যাত্রীদের অর্থ ফেরত পায়ের ব্যথা যেসব রোগের লক্ষণ হতে পারে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ বর্ষার শুরুতেই সপ্তাহব্যাপী বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর হরমুজ প্রণালী: ইরানের এক অদৃশ্য কিন্তু কার্যকর অস্ত্র ঈদের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রবিবার অফিস খুলছে সোনাতলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে শিল্পপতি রিপনের আর্থিক অনুদান প্রদান মন্ত্রণালয়ের আশ্বাসে ১৬ ‍দিন পর আন্দোলন স্থগিত করল পল্লী বিদ্যুৎ সমিতি ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগ জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাবে মার্কিন ভেটো

বগুড়ায় রথযাত্রায় হতাহত: সুষ্ঠ তদন্ত চায় সনাতনী কল্যান সংঘ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যু ও আশংকা জনক অবস্থায় ৫০ জন আহত হওয়ার ঘটনার দ্রুত সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ সনাতনী কল্যাণ সংঘ।

সংগঠনটির দপ্তর সম্পাদক সুব্রত ভট্টাচার্য্য স্বাক্ষরিত বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে জানানো হয়, রথযাত্রার মত এত বড় ধর্মীয় অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় কোন রুপ গাফিলতি ছিল কি’না, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের খতিয়ে দেখবার জোর দাবি জানানো হয়।

মর্মান্তিক এই ঘটনায় নিহত ও আহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক স্বদেশে বিচিত্রা সম্পাদক শ্রী অশোক ধর,সাধারন সম্পাদক সুমন ভট্টাচার্য্য, সহ সভাপতি সাংবাদিক সপ্তেন বিশ্বাস, সুজিত চ্যাটার্জি, নরেশ চন্দ্র দাস, অরুণ কান্তি ভট্টাচার্য্য প্রমূখ।

উল্লেখ্য, রবিবার বিকাল সোয়া ৫টার দিকে রথযাত্রা শুরুর পর সাতমাথার দিকে রওনা হয়। পথিমধ্যে সেউজগাড়ী আমতলা মোড়ে রথটি পৌঁছলে সেখানে বৈদ্যুতিক মেইন লাইনের সঙ্গে রথের স্টিলের গম্বুজের স্পর্শ লাগে। এতে রথের চূড়ায় আগুন লেগে যায় এবং প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এ ছাড়া রথের উপরে এবং পাশে ভক্তরা লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে। পরে সেখানে কমপক্ষে প্রায় ৫০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে সরকারি দুইটি হাসপাতালে পাঠানো হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং মোহাম্মদ আলী হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews