কখনোই ফেরা হবেনা আর
-পান্না আহমেদ
আমার ছোট একটা প্রাণের গুহা
আমার শান্তির নীড় ভালোবাসার ঘর
মেঘের মাঝেও চাঁন্দনী খেলা করে
আমার ঘরের বাতাসে সানাইয়ের সুর!
ওই ঘর আমায় এমন টানে
দূরে কোথাও গেলে আমার মন কাঁদে
মানুষ কত ভালোবাসাতে পারে!
আমি সারা দিনমান ওই ঘর পাট পাট টানটান করি
তবু মন ভরে না!
ঐ ঘরে রাশি রাশি ভালোবাসা ভেসে বেড়ায়
আমি আরশীতে চোখ রাখি
পর্দায় মন মেলে ধরি
টানটান বিছানায় হৃদয় পাতি
আমার মন জোছনা সানাইয়ের তালে ঢেউ তোলে।
আমি রাতভর স্বপ্ন বুনি
বুননে বুনটে আমার ঘর সাজে সাতরঙা ঢঙে
এখন আমার মন কাঁদছে ঐ ঘর
ঐ ভালোবাসার জন্য।
মানুষ কিইবা জানে কি হবে কাল!
হে ঈশ্বর আমায় ফিরিয়ে নিও ঐ নীল আলয়ে
ঐ গভীর গহীন ভালোবাসার গুহায়।
ভালোবাসি আমার গুহার জীবন
ভালোবাসি হাওয়ার খেলা আমার নিভৃত গোপনে।