কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে যশোরের সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যশোরের চাঁচড়ার ত্রিমুখী সড়ক অবরোধ করেন যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বেনাপোল স্থলবন্দর সড়কেও যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের তিন দিকেই দীর্ঘ ১০-১৫ কিলোমিটার যানবাহনের সারি দেখতে পাওয়া যায়, তবে অসুস্থ রোগীবাহী গাড়িগুলো এ অবরোধের বাইরে রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনে অংশগ্রহণকারীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচী পালন করে শিক্ষার্থারী। সকালে চাঁচড়া গোল চত্বরে বেনাপোল-খুলনা-কুষ্টিয়া-রাজশাহী-ঢাকা সড়কে ব্যারিকেড দিয়ে কর্মসূচি পালন করেছে যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ সময় কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের (কালেক্টরেট ভবন) সামনে ছাত্রলীগ নামধারী কয়েকজন লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এরপর তারা কালেক্টরেট ভবন থেকে সরে শহরের মুজিব সড়কে (প্রেসক্লাবের সামনে) অবস্থান নেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে চলমান আন্দোলনে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাশাপাশি পরপর মুজিব সড়কে মিছিল নিয়ে অংশ নিতে থাকেন সরকারি এম এম কলেজ, সরকারি সিটি কলেজ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট