অনির্দিষ্টকালের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একই সঙ্গে আজ বুধবার বিকেল তিনটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বিজ্ঞপ্তি পাঠায়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দিয়েছে ইউজিসি। তারই পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে আজ বিকেল তিনটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট