কোটা সংস্কার আন্দোলন ঘিরে সোম, মঙ্গল এবং বুধবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে হামলা, প্রাণহানির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের সারসংক্ষেপঃ
সিদ্ধান্ত ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের প্রথম সভাটি শেষ হয়েছে। এরপর সদস্যরা দ্বিতীয় বৈঠক করার জন্য উপাচার্যের (ভিসি) বাসভবনে অবস্থান করে।
শরীফুল ইসলাম ও মেহেদী হাসান নামে শাহবাগ থানায় আটক দুই ছাত্রকে মুক্ত করে নিয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
কোটা সংস্কারের দাবিতে খুলনার শিববাড়ি মোড়ের সড়ক অবরোধ করে সরকারি-বেসরকারি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শরীয়তপুরের জাজিরায় ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ০৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
কোটা সংস্কারের এক দফা দাবি, শিক্ষার্থীদের উপর হামলা ও হল বন্ধ ঘোষণার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা। বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর গঙ্গাবর্দী এলাকায় অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউিটের শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নেয়। হঠাৎ করেই ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। শিক্ষার্থীরা দৌড়ে ক্যাম্পাসে ঢুকলে ছাত্রলীগের কর্মীরাও পিছু নেয়। পরে ক্যাম্পাসের ভেতর আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
গাইবান্ধায় জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে, কে বা কারা এই ভাঙচুর করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি।
দুপুরে দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা সকলেই হল ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চিরনিদ্রায় শায়িত পুলিশের গুলিতে নিহত কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। বুধবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদরাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের ভাঙ্গায় পুলিশী বাঁধায় কোটা আন্দোলন পণ্ড, ১০ জনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে আহত হয়েছে ০৪ জন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বগুড়ার শেরপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসি রেজাউল করিম রেজা, সাংবাদিকসহ ১০ আন্দোলনকারী আহত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিলেট বন্দরবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা করেছে হল প্রশাসন।
রাজধানীর বেড়িবাধ এলাকায় ইউল্যাবের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগ।
চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষ ও ৩ জন নিহতের ঘটনায় খুলশী এবং পাঁচলাইশ থানায় পুলিশের ৪টি মামলা হয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সকল শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত। সন্ধ্যা ৭টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
অনির্দিষ্টকালের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বিকাল সাড়ে চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
হল ত্যাগের নোটিশ প্রত্যাহারের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিকেলে তিন ঘণ্টা অবরোধের পর যশোর-বেনাপোল মহাসড়ক ছেড়ে দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। যান চলাচল স্বাভাবিক হয়েছে।
কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল হয়েছে।
ময়মনসিংহে আনন্দমোহন কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের। এ সময় দুই জন আহত হন। দুপুরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে কফিন মিছিল নিয়ে টাউন হল মোড়ে গিয়ে সমাবেশ করে আন্দোলনকারীরা। সমাবেশ শেষে ফেরার সময় আনন্দমোহন কলেজ মাঠে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ আহমেদ বলেছেন, হল খালি করার নির্দেশ মেনে নেয়া হবে না। আন্দোলনকে দমানোর জন্য হল খালির সিদ্ধান্ত নেয়া হয়েছে। যৌক্তিক দাবি মেনে না নেয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না। ঢাবি কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। তারা হলে অবস্থান নিয়েছে।
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পাঁচ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে হলে থাকার অনুমতি দিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার।
রাজু ভাস্কর্য চত্বরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, কোমলমতি ছাত্রদের ভিন্ন পথে ধাবিত করা হচ্ছে। লক্ষ্য করছি, একটি চক্র পানি, আগ্নেয়াস্ত্র সাপ্লাই দিচ্ছে। আন্দোলনকে উস্কে দিচ্ছে। হলের মধ্যে ভাঙচুর করছে। ক্যাম্পাসে অরাজকতা তৈরি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। শিক্ষার্থীদের হাইকোর্টের রায়কে সম্মান জানানো উচিত।
হল বন্ধের ঘোষণা মানবেন না জানিয়ে খুলনা নগরীর জিরো পয়েন্ট মোড়ের অবরোধ তুলে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গায়েবানা জানাজা আদায় করে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে গেছেন।
ভিসিচত্ত্বরসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে সাংবাদিকসহ আহত অন্তত ৩০ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
বিকেলে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশ-কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে।
যশোরে রেললাইন অবরোধ করে আন্দোলন করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।
আজিমপুরে এক পুলিশ সদস্য আহত হয়েছেন, রিকশায় আসার সময় ছাত্ররা মাথায় আঘাত করে বলে অভিযোগ।
বিকেলে গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম গ্রেফতার কে গ্রেফতার করেছে পুলিশ।
বিকাল সোয়া ৫টার দিকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা ৭টার দিকেও সংঘর্ষ চলে।
সন্ধ্যায় ঢাকা মহানগরীতে প্রায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীরা চলে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সীলগালা করা হয়েছে।
সন্ধ্যা ৭:৩০ এর সময় জাতীর উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল বৃহস্পতিবার দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট