ঝিনাইদহের কালীগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা কম্পিলিট শাটডাউন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শহরের মেইন বাসস্ট্যান্ডে তারা এই কর্মসূচি পালন করে।
সকাল ১১ টার আগের থেকেই কালীগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেইন বাসস্ট্যান্ডে একত্রিত হতে থাকে।
এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে, ❝কোটা নয় মেধা❞ ❝আমার ভাই হত্যার বিচার চাই❞ ইত্যাদি স্লোগান ও হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিও করে তারা।
এরপর আন্দোলনকারীরা মেইন বাসস্ট্যান্ড থেকে মেইনরোড দিয়ে নিমতলা হয়ে সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ পর্যন্ত যায়।
নিমতলা বাসস্ট্যান্ডে তারা কিছু সময়ের জন্য অবস্থান কর্মসূচি পালন করে এবং স্লোগান দিতে থাকে, পরবর্তীতে তারা সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং তারপর তারা আবার মেইন বাসস্ট্যান্ডে ফেরত আসে এবং টার্মিনালে অবস্থান কর্মসূচি গ্রহণ করে স্লোগান দিতে থাকে।
পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের সুষ্ঠু আন্দোলনের জন্য সার্বিক সহযোগিতা করা হয়।
এসময় যানচলাচল বন্ধ ছিলো, এবং কোনো দূর পাল্লার পরিবহনও শহড় থেকে ছেড়ে যায়নি এদিন।
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি কম্পিলিট শাটডাউন এর আওতায় তারা এই অবস্থান কর্মসূচি পালন করে।
চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং ঢাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদ জানাই তারা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট