1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন

সোনাতলায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে কম্পিউটার,কৃষি, শিক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
এডিবির অর্থায়নে কৃষি, চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহাদারা মান্নান এমপি। ছবি-বাবু

বগুড়ার সোনাতলায় উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে কম্পিউটার, শিক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করার খবর পাওয়া গেছে।
জানাগেছে, আজ ২৬ জুলাই শুক্রবার সকাল ১০ টায় সোনাতলা পৌর অডিটরিয়ামে এডিবির অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে কম্পিউটার, শিক্ষা, চিকিৎসা ও কৃষ্টি উপকরণ বিতরণ করা হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াসিয়া বেগম রুনা, সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর আবু তাহের, পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবু বকর খান রবিউল সোনাতলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়াক শাহনেওয়াজ তালুকদার বাবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মামুনুর রহমান মিজু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা পান্না, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক রেজাউল করিম রেজা, পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মেহেরুল ইসলাম।
অনুষ্ঠানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে সোনাতলা উপজেলার ১৫০ প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে কম্পিউটার, সিসি ক্যামেরা, ছাতা, ফাস্ট এইড বক্স, গামবুট, বালাইনাশক স্প্রে মেশিন, হেলমেট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews