1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় সোনালী ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা মাউশির সোনাতলায় যমুনা নদীর মাঝ দিয়ে স্বেচ্ছাশ্রমে বিশাল রাস্তা নির্মাণ : নদী পারাপারে জনদুর্ভোগ লাঘব সবজির বাজারে উত্তাপ, চড়া দাম মাছ-মুরগির ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস সোনাতলায় গুড্মর্নিং কেজি স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন’ বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত ঢাকায় “ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরসনে রেমেডিয়াল এডুকেশন” শীর্ষক মতবিনিময় তরুণরা যে বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান—শিক্ষা উপদেষ্টা সংসদে সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ১৫০ করাসহ সরাসরি নির্বাচনের দাবি

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ভারত

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

ব্যাটিংয়ের পর বল হাতেও ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ নারী দল। ভারতকে মাত্র ৮১ রানের লক্ষ্য দেয়ার পর একের পর এক সুযোগ হাতছাড়া করেছে নিগার সুলতানা জ্যোতিরা। এতে ১০ উইকেটের লজ্জার হারে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে টাইগ্রেসরা। আর ভারত উঠে গেছে এই আসরের ফাইনালে। এশিয়া কাপের ইতিহাসে প্রত্যেক বার ফাইনাল খেলেছে ভারতের নারী দল। সেই ধারা বজায় রাখলেন হারমনপ্রীত কৌরেরা। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা ও পাকিস্তানের জয়ী দলের বিপক্ষে রোববার ফাইনাল খেলবে ভারত।

শুক্রবার ডাম্বুলায় নারী এশিয়া কাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু মুর্শিদা খাতুন-দিলারা আক্তাররা গ্রুপ পর্বের দুই ম্যাচের মতো ব্যাটিং করতে পারেনি। বরং শুরুতে বিপর্যয়ে পড়ে। ওপেনার দিলারা একটা ছক্কা মেরে নামের পাশে ৬ রান তুলে ফিরে যান। আগের ম্যাচে ৮০ রান করা মুর্শিদা ফিরে যান ৪ রান করে। তিনে নামা ইশমা তানজিম, যথাক্রমে পাঁচে ও ছয়ে নামা রুমানা আহমেদ ও রাবেয়া খাতুন মাত্র ১ রান যোগ করে সাজঘরে ফিরে যান। বাংলাদেশ ৪৪ রানে হারায় ৬ উইকেট। সেখান থেকে অধিনায়ক নিগার সুলতানা শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেন। তবু বড় হয়নি রান।

নিগার ৫১ বলে দুই চারের শটে ৩২ রানের ইনিংস খেলেন। পাঁচ বল থাকতে আউট হন তিনি। এছাড়া স্বর্ণা আক্তার ১৮ বলে ১৯ রান যোগ করেন। বাংলাদেশের ইনিংস গুড়িয়ে দেন রেনুকা ঠাকুর সিং ও রাধা যাদব। তারা ৪ ওভার করে হাত ঘুরিয়ে যথাক্রমে ১০ ও ১৪ রান দিয়ে ৩টি করে উইকেট তুলে নেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। অর্ধশতক তুলে নেয়া স্মৃতি ৩৯ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে ২৬ রান করেন শেফালি। দুজনের ব্যাটে কোনো উইকেট না হারিয়ে ১১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় ভারত। একইসঙ্গে ফাইনালে উত্তীর্ণ হয় তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews