চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শোবিজ অঙ্গন সরব। সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারকারা। এবার ব্যান্ডদল আরবোভাইরাস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, জয় বাংলা কনসার্টে আর অংশ নেবে না তারা।
বৃহস্পতিবার (১ আগস্ট) সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় আরবোভাইরাস। কনসার্ট বয়কট করার পাশাপাশি তারা আজীবনের জন্য এই কনসার্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করার কথাও জানান তারা।
তাদের পোস্টে লেখা ছিলো, ‘আরবোভাইরাস কখনোই আর জয় বাংলা কনসার্টে পারফরম করবে না।’
এর আগে সংগীত শিল্পী সিনা হাসান, পপাই বাংলাদেশ ও ক্রিপটিক ফেইট ও নেমেসিস ‘জয় বাংলা’ কনসার্ট বয়কটের ঘোষণা দেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট