খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ মাটিরাঙ্গা উপজেলার শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
৩১জুলাই বুধবার বিকাল ৩টায় মাটিরাঙ্গা দারুস সুন্নাহ মাদ্রাসার জামে মসজিদে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।কাউন্সিলের সদস্যদের ভোটে মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, সেক্রেটারি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, সাংগঠনিক সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম ও অর্থ সম্পাদক মাওলানা আবুল খায়ের নির্বাচিত হয়।
মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি।বিশেষ অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর ও সেক্রেটারী মাওলানা মুফতি রবিউল ইসলাম শামীম।
এই সময় পরিষদের উপদেষ্টা মাওলানা হানুর রশিদ আজিজী,নীতি নির্ধারণী ফোরামের সদস্য মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা নূরুল কবির আরমান, হাফেজ ওমর ফারুকপ্রমুখ উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট