1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

ইডির জন্য চা-বিস্কুট তৈরি রেখেছেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

রাহুল গান্ধীর বাড়িতে তল্লাশির পরিকল্পনা করছে ইডি। এজন্য তিনি চা-বিস্কুট নিয়ে তৈরি বলে জানিয়েছেন।

রাহুল জানিয়েছেন, ইডি থেকেই তিনি খবর পেয়েছেন যে, তার বাড়িতে তল্লাশি হবে। এজন্য তিনি তৈরি। চা বিস্কুট থাকবে তাদের জন্য। খবর ডয়েচে ভেলের

রাহুলের দাবি, গত ২৯ জুলাই সংসদে তিনি চক্রব্যূহ নিয়ে যে ভাষণ দিয়েছিলেন, তার জেরেই তল্লাশির পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় বাজেট নিয়ে বলতে উঠে রাহুল চক্রব্যূহের প্রসঙ্গ টেনে আনেন।

তিনি বলেন, কয়েক হাজার বছর আগে কুরুক্ষেত্রে অভিমন্যুকে চক্রব্যূহের ফাঁদে ফেলে তাকে হত্যা করেছিলেন ছয়জন। আমি কিছুটা গবেষণা করলাম। তাতে দেখলাম, চক্রব্যূহকে পদ্মব্যূহও বলা হতো। পদ্মের আকারে চক্রব্যূহ হতো।’

রাহুল বলেন, ‘একুশ শতকে নতুন চক্রব্যূহ তৈরি করা হয়েছে, সেটাও পদ্মের আকারে। প্রধানমন্ত্রী নিজে বুকে পদ্মের প্রতীক লাগান। অভিমন্যুর সঙ্গে যা হয়েছিল, তা ভারতের যুবক, কৃষক, নারী, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে করতে চাইছেন তারা। অভিমন্যুকে ছয়জন মেরেছিলেন। আজও চক্রব্যূহের কেন্দ্রে ছয়জনই আছেন।’ এরপর তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ ছয়জনের নাম নেন।

বিজেপি নেতা ও সাবেক মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘কিছু অ্যাকসিডেন্টাল হিন্দু আছেন, মহাভারত সম্পর্কে তাদের জ্ঞানও অ্যাকসিডেন্টাল। তবে রাহুল গান্ধী চক্রব্যূহের প্রসঙ্গ তুলে ভালোই করেছেন। দেশ কংগ্রেসের অনেক চক্রব্যূহ দেখেছে।’  তার দাবি, কংগ্রেস নিজেই একটা চক্রব্যূহ, যারা দেশভাগ করেছে।

বাজেট বিতর্কে রাহুলের পর অনুরাগ ভাষণ দেন। তিনি রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন। তার জাত নিয়ে প্রশ্ন তোলেন। সেই বিষয় নিয়ে প্রবল বিতর্কও হয়েছে। পরে প্রধানমন্ত্রী সেই ভাষণ শেয়ার করে বলেন, ‘আমার তরুণ সকহকর্মীর ভাষণ সকলেরই শোনা উচিত।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews