1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

জয় বাংলা কনসার্ট নিয়ে যে বার্তা দিলো ব্যান্ড শিরোনামহীন

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
কনসার্টে ব্যান্ড শিরোনামহীন

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আন্দোলনকে কেন্দ্র করে শোবিজ অঙ্গনও সরব।

সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারকারা। বিভিন্ন ব্যান্ডদল জয় বাংলা কনসার্ট বয়কট করে প্রতিবাদ জানিয়েছেন। এবার তাতে সংহতি প্রকাশ করল ব্যান্ড শিরোনামহীন।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে শিরোনামহীন ব্যান্ডের তরফ থেকে বলা হয়- একটা তথ্য সবাইকে জানাতে চাই। শিরোনামহীন গত সাত বছর ধরে কোন জয়বাংলা কনসার্টে পারফর্ম করেনি। আসলে শিরোনামহীনকে আমন্ত্রণ-ই জানানো হয়নি। যে কনসার্টে আমাদেরকে আর আমন্ত্রণ-ই জানানো হয় না, সেই কনসার্টকে বয়কট করে হাততালি কুড়ানোর সুযোগটা আসলে আমাদের নেই। যারা নিয়মিত পারফর্ম করতেন তাদের অনেকেই কনসার্ট টি বয়কট করেছেন। তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আর ভবিষ্যতে আমাদেরকে আমন্ত্রণ জানানো হলেও আমরা সেটা প্রত্যাখ্যান করব; এই তথ্যটাও আপনাদেরকে দিয়ে রাখলাম। ভালো থাকবেন সবাই।
এছাড়াও এক ফেসবুক পোস্টে তারা জানিয়েছে, দেশ জুড়ে নিরীহ ছাত্র-ছাত্রীদেরকে হত্যার বিচারের দাবিতে এবং গ্রেপ্তারকৃত অসংখ্য ছাত্র-ছাত্রীদের মুক্তির দাবিতে আসছে শিরোনামহীনের নতুন গান ‘কেন?’
শিরোনামহীনের তরফ থেকে আরও জানানো হয়েছে, খুব দ্রুত গানের কাজ শেষ করতে হচ্ছে। মিউজিক ভিডিও তৈরি করার সময় নেই এখন। খুব দ্রুত টাইপোগ্রাফি দিয়ে একটি লিরিক ভিডিও তৈরি করে গানটি ছড়িয়ে দিতে চাই সবার মাঝে। টাইপোগ্রাফিতে পারদর্শী বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আপনার করা টাইপোগ্রাফি ইনবক্সে দিয়ে নক করুন… আমাদের পছন্দ হলে আপনার করা টাইপোগ্রাফি দিয়েই প্রকাশিত হবে শিরোনামহীনের গান ‘কেন?’
এর আগে আগামী দিনে আর কখনোই জয় বাংলা কনসার্টে গাইবে না বলে ঘোষণা দিয়েছে ক্রিপটিক ফেইট, নেমেসিস ও আরবোভাইরাস।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে বুধবার (৩১ জুলাই) এক ফেসবুক পোস্টে হেভি মেটাল ব্যান্ড ক্রিপটিক ফেইট জানিয়েছে, ব্যান্ডটি কখনোই জয় বাংলা কনসার্টে গাইবে না।

ব্যান্ডটি লিখেছে, ‘অনেকেই প্রশ্ন করছেন, আপনারা “জয় বাংলা কনসার্ট” করবেন? যে ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায় ও অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয় বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর “না”।’

বৃহস্পতিবার (১ আগস্ট) রক ব্যান্ড নেমেসিসও এই কনসার্ট বর্জনের ঘোষণা দিয়েছে। এক ফেসবুক পোস্টে ব্যান্ডটি লিখেছে, ‘গত দুই সপ্তাহের পরিপ্রেক্ষিতে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনোই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।’

ফেসবুক পোস্টে নেমেসিস আরও লিখেছে, ‘আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হতো আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কেই–বা শুনবে। কিন্তু আর কত ভয়? বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব।’

হার্ড রক ব্যান্ড আরবোভাইরাস ফেসবুক পোস্টে লিখেছে, তারাও আর জয় বাংলা কনসার্টে গাইবে না।
এ ছাড়াও গায়ক পপাই, বাংলা ফাইভ ব্যান্ডের সিনা হাসানও জয় বাংলা কনসার্ট বর্জনের ঘোষণা দিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews