দিনাজপুর সদর উপজেলার পৌর শহরের অন্ধ হাফেজ মোড় (বালুয়াডাঙ্গা) এলাকার এক গৃহিনীকে জখম করে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীর আত্মীয় স্বজনরা এসব হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাইমুন আক্তার। হুমকির বিষয়টি উল্লেখ করে বিরল থানায় লিখিত অভিযোগও দিয়েছিলেন তিনি।
অভিযুক্ত আসামীরা সংশ্লিষ্ট আদালত হতে জামিনে মুক্তিও পেয়েছেন একজন শেল্টার দাতা নব্য এ্যাডভোকেট এর মাধ্যমে। এবং সেই এ্যাডভোকেট উক্ত মামলাটি মিথ্যে মামলা বলে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছেন। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আবারও মামলা তুলে নিতে বাদীকে মোবাইল ফোন এবং রাস্তাঘাটে বিভিন্নভাবে জীবন নাশের হুমিক দিয়ে চলেছেন তারা। এভাবেই দিনের পর দিন আইনের চোখ ফাকি দিয়ে সাধারণ মানুষের পথের কাটা হয়ে দাড়িয়েছেন তারা।
উল্লেখ্য, গত ২৪ মে রাতে দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার মোঃ শারিয়ার ফরহাদ লিমন (৩০), মোঃ শফিয়ার ফরহাদ লিখন (২৮), মোঃ মেহেদী হাসান মিজু (২৬), মোঃ লুৎফর কবির রনি (২৮) ও মোঃ বিপ্লব (২৬) নামের ওই ০৫ যুবক সাইমুন আক্তার’কে জখম করে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বিরল থানায় মামলা নং-০৬, ধারা-৩৮৫/৩৮৬/৫০৬(২)/১১৪/৩৪৫ পেনাল কোড রুজু করেন সাইমুন আক্তার। তবে ছিনতাইকারী প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে মুঠোফোনে সাইমুন আক্তারকে হুমকি দিচ্ছে বলে এ বিষয়ে তিনি আবারও থানায় অভিযোগ করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট