ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষুদ্ধ ছাত্র জনতা পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। এসময় অফিসের সামনে থাকা নেতাকর্মীদের ৭টি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। রোববার বিকালে কালীগঞ্জ শহরের ভূষণ রোডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের নিচতলায় পৌর মেয়রের কার্যালয়ে এ হামলা ও আগুনের ঘটনা ঘটে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচীর অংশ হিসাবে রোববার বিকাল ৪টার দিকে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ছাত্রজনতা শহর দখল করে নেয়। এসময় তারা বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের ব্যানার ফেস্টুন ভাংচুর করে ও সরকার পতনের শ্লোগান দেয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে হামলা করে ভাঙচুর করে। এসময় ওই ভবনের নীচ তলায় মেয়রের অফিসে আগুন দেয়।
এরপর তারা শহরের কলার হাট থেকে বৈশাখী মোড় পর্যন্ত দখল করে বিক্ষোভ করতে থাকে।
ছাত্রদের আন্দোলনের সময় শহরে কোনো পুলিশ দেখা যায়নি। পুলিশ প্রশাসন থানার মেইন গেইটে তালা মেরে ভেতরে অবস্থান করছিল। ঘটনার সময় আওয়ামী লীগ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কোনো নেতাকর্মীদেরও দেখা যায়নি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট