1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

যশোরে আন্দোলনে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও যোগ দিয়েছে

যশোর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার (৪ আগস্ট) থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির সমর্থনে যশোরেও আন্দোলন করছেন শিক্ষার্থীরা। অভিভাবকরাও শিক্ষার্থীদের এ আন্দোলনে যোগ দিয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে শতাধিক বাবা-মা।

সন্তানদের হুমকি, হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানান তারা।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, আমাদের সন্তানরা ন্যায্য দাবি নিয় রাজপথে আন্দোলনে নেমেছিল। তাদের দমাতে এবং কোটা পদ্ধতি বহাল রাখার জন্য আমাদের সন্তানদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, তাদের ওপর লাঠিচার্জ করে অনেককে পঙ্গু করে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করার জন্য সরকার তার পেটুয়া বাহিনী এবং দলীয় নেতা-কর্মীদের লেলিয়ে দিয়েছে। বর্তমান সরকার এর আগেও কোনও সুষ্ঠু বিচার করতে পারেনি। এতগুলো প্রাণের বিনিময়ে তারা অবশেষে কোটা সংস্কার করল।

মানববন্ধনে তারা আরও বলেন, সরকার শুধু নির্বিচারে হত্যা করে থামেনি। আমাদের সন্তানদের অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। আমরা অবিলম্বে আমাদের শিক্ষার্থীদের মুক্তি চাই, সন্তান হত্যার জবাব চাই এবং তাদের এক দফা মেনে নিতে হবে এবং বর্তমান সরকারের পদত্যাগ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews