বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এবং আলোচিত সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের ডাকনাম ‘ফাহিম’। আন্দোলনের মাঝামাঝি সময়ে ডিবি হেফাজতে চরম নির্যাতনের শিকার হন নাহিদ, যার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে।
কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র সমন্বয়ক থেকে ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা’ হয়েছেন তিনি।
নাহিদের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। তাঁর বাবা একজন শিক্ষক এবং মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন। ২০১৬ সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
নাহিদ ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র কেন্দ্রীয় নেতা। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে ২০২৩ সালের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করে দলটি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট