১৯৬১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন আদিলুর রহমান খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভ্রিজ ইউনিভার্সিটি ব্রাসেল থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি দেশের একজন স্বনামধন্য মানবাধিকার কর্মী এবং ‘অধিকার’ মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা। বিগত সময়ে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২২ সালের অক্টোবর থেকে আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের (এফআইডিএইচ) সেক্রেটারি জেনারেলদের একজন হিসেবে আছেন।
মানবাধিকার সংক্রান্ত কাজের জন্য তিনি রবার্ট এফ কেনেডি মানবাধিকার পুরস্কার (2014), গোয়াংজু পুরস্কার (2014), ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন (আইবিএ) হিউম্যান রাইটস পুরষ্কার, মার্টিন এনালস অ্যাওয়ার্ড ফাইনালিস্ট (2014) সহ নানা পুরষ্কারে ভূষিত হয়েছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট