ড. আ ফ ম খালিদ হোসেন ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারী জনগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে “হযরত মুহাম্মদ (সা.) এর খুতবা : একটি সামাজিক-সাংস্কৃতিক গবেষণা” বিষয়ের উপর পিএইচডি সম্পন্ন করেন।
কর্মজীবনে তিনি ওমরগণি এমইএস কলেজ চট্টগ্রাম এর ইসলামের ইতিহাস বিভাগ এর অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর অতিথি শিক্ষক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশএর খণ্ডকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ‘মাসিক আত তাওহীদ’ পত্রিকার সম্পাদক এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর অনুবাদক ও সম্পাদক হিসেকে কাজ করে যাচ্ছেন।
বর্তমানে তিনি দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আরাবিয়া ইসলামিয়া জিরি (জিরি মাদ্রাসার) মুহাদ্দিস। এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক নায়েবে আমীর।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট