ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর, হরিশংকরপুর ও দোগাছি ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তিন ইউনিয়নে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় পদ্মাকর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মুন্সি কামাল আজাদ পান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি ইন্জিঃ আসাদুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক এম আক্তার মুকুল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড আব্দুল আলীমসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।