অন্তর্বতীকালীন সরকার গঠনের পর দেশ পুনরায় স্বাভাবিক গতিতে চলতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলা সড়কে ধীরে ধীরে বাড়ছে যানবাহন চলাচল। কিছুক্ষণ পরপর উপজেলার ব্যস্ততম মোড় গুলোতে দেখা যাচ্ছে স্বল্প আকারের যানজট। আর এই যানজট নিপুণ দক্ষতায় নিরসন করে যাচ্ছেন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সড়কে শৃংখলা ফেরাতে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার উপজেলার সাপ্তাহিক হাট বাজার ছিল, তাই অন্যদিনের তুলনায় আজকে যানজট এর ঝামেলা ছিল বেশি।
শিক্ষার্থীরা জানায়, “আমরা দেশ থেকে অন্যায়, অপরাধ ও জুলুমবাজদের বিদায় করেছি। সেই সঙ্গে আমরা আমাদের অধিকার আদায় করে নিয়েছি। ঘটে যাওয়া সহিংসতায় সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এগুলোকে আমাদেরই বিনির্মাণ করতে হবে।দেশ যত দিন ঠিক না হচ্ছে আমরা আমাদের এই সেবা চালিয়ে যাবো।