ছাত্র আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে রাস্তায় নেমেছিল শিল্পীরা। সেই দৃশ্যমাধ্যম জলের গান ব্যান্ডের রাহুলের বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানায়নি কেন? এমন প্রশ্ন তুলেছেন অভিনয় শিল্পী জ্যোতিকা জ্যোতি। তিনি মনে করেন এই সংগঠনের ব্যানারে যখন ছাত্রদের পক্ষে মাঠে নামা হয়েছিল সেক্ষেত্রে রাহুলদার সঙ্গে অন্যায়েরও প্রতিবাদ করা উচিত ছিল।
গতকাল একটি গণমাধ্যমে আলাপকালে তিনি এমন মত জানান। জ্যোতিকা জ্যোতি বলেন, ছাত্রদের পক্ষ নিয়ে আন্দোলনে নামা দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের সমালোচনাও করেছেন জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, তারা ছাত্রদের অধিকারে নেমেছে, ঠিক আছে। কিন্তু একজন শিল্পী, যার বাসায় ফরাসী প্রেসিডেন্ট আসেন, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, কই এই দৃশ্য মাধ্যম তো কোনো প্রতিবাদ করলো না। সকল অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত।
সরকারের পতনের দিন সারাদেশে প্রচুর হত্যাকাণ্ড হয়েছে। সেসব কেউ দেখেনি, খবরে আসেনি জানিয়ে এই অভিনেত্রী বলেন, দেশে এমন এমন ঘটনা ঘটেছে যা আমাদের চোখের সামনে আসেনি। মর্মান্তিকভাবে কতজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এসব ঘটনার কারণে শিল্পীদের একটা অংশ কথা বলছে না। এটা আতঙ্কে বলছে না। এই আতঙ্ক কবে কাটবে জানি না।
তিনি মনে করেন এখন সব স্বাভাবিক হয়ে আসা উচিত।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট