বগুড়ার সোনাতলা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসাধারণের নাগরিক অধিকার সুরক্ষায় স্বেচ্ছাব্রতী সংগঠন নাগরিক কমিটির প্রস্তাবনা নবাগত উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ ২২ আগস্ট বেলা ১১ টায় নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খানের নেতৃত্বে একদল প্রতিনিধি সোনাতলা উপজেলা পরিষদে নির্বাহী অফিসারের কার্যালয়ে সোনাতলাবাসীর নাগরিক অধিকার সুরক্ষায় এই ১২ দফা প্রস্তাবনা হস্তান্তর করেন।
উল্লেখ্য সোনাতলা নাগরিক কমিটি দীর্ঘদিন থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক অধিকার রক্ষায় কার্যক্রম পরিচালনা করে আসছে। এলাকার জনপ্রতিনিধি, সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়মিত মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের কার্যকরী ভুমিকা পালন করে আসছে। এছাড়াও শিক্ষার উন্নয়নে এবং নারী শিক্ষা উদ্বুধকরণে শতাধিক নারী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে নিয়মিতভাবে।
এসময় নাগরিক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আব্দুর রউফ হিরু, প্রভাষক গোলাম রব্বানী, রবিউল ইসলাম রিবন সরকার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী শফিউল্লাহ শফি, কিশোর গ্রæপের সমন্বয়ক মেহেদী হাসান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট