ছাত্র ইউনিয়ন নেতা জিসান ইসলামের দাদা মোঃ আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আমরা শোকাহত।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জোড়গাছা (সোনাতলা, বগুড়া) আঞ্চলিক কমিটির আহ্বায়ক জিসান ইসলামের দাদা মোঃ আব্দুল কুদ্দুস অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল ৮ টায় নিজ বাসভবনে মরহুমের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ গভীর শোকাহত।
এক শোকবার্তায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ ও সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।