রাওয়ালপিন্ডি টেস্টে ৪ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব। ৭০৭ উইকেট নিয়ে পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে (৭০৫)। রেকর্ড গড়ায় সাকিবকে অভিনন্দন জানিয়ে মুশফিক লিখেছেন, ‘সাকিবকে বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন।’
অন্যদিকে সাকিবকে মাথা উঁচু করে থাকতে দেখতে চান লিটন।বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘সাকিব আল হাসান, ছবিতে ব্যাটটা যেমন উঁচু আছে, মাথাটাও সব সময় উঁচুতেই থাকবে। ছবির মতো আমরা হাততালি দেব আপনাকে উঁচুতে উঠতে দেখে।’সাকিবের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করাটাকে ক্যারিয়ারের অন্যতম পাওয়া বলে জানিয়েছেন লিটন। তিনি লিখেছেন, ‘সাকিব আল হাসান, আমার কাছে যিনি একজন পারফেক্ট টিমম্যান। সতীর্থ হিসেবে তার সাথে ড্রেসিংরুম ভাগ করা আমার ক্যারিয়ারের অন্যতম পাওনা।ক্রিকেটে যেকোনো জিজ্ঞাসায় সাকিব ভাই যেন উত্তরের ঝাঁপি খুলে আগে থেকেই তৈরি। ক্রিকেটের বাইরেও তিনি আমার কাছে বড্ড আপন।’