ঝিনাইদহের কোটচাঁদপুরে অবৈধ শিক্ষক ও কর্মচারি নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঁচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানবন্ধন ও অবস্থান কর্মসূচীর আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ও গ্রামবাসীরা।
এসময় বৈষম্য বিরোধী স্থানীয় ছাত্র সংগঠক অন্তর হাসান, সজিব ইসলাম, পারভেজ রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল ও প্রধান শিক্ষিকা রহিমা খাতুন অর্থের বিনিময়ে নিয়োগ দিয়ে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে । অনতিবিলম্বে নিয়োগ প্রাপ্ত শিক্ষক ও কর্মচারিদের নিয়োগ বাতিল ও শাস্তির দাবি জানান তারা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট