জেলা প্রশাসক নিয়োগের সর্বশেষ যে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেগুলো বাতিল চেয়ে বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বঞ্চিতরা।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মোখলেস উর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন তিনি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসকপ্রত্যাশী উপসচিবদের সমন্বয়ক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নূরুল করিম ভূইয়া।
তিনি বলেন, সিনিয়র সচিব এ প্রজ্ঞাপন দুটি বাতিল করবেন বলে আশ্বাস দিয়েছেন।
একই সঙ্গে এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।
৫৯ জন ডিসিকে যে পদায়ন করা হলো তাদের অনেকের বিরুদ্ধে আমাদের অভিযোগ রয়েছে, আপত্তি রয়েছে বলে দাবি তার।এর আগে আজ বুধবার সকাল ১১টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, নবনিযুক্ত ৫৯ জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে আটজনের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে চারজনের জেলা বদল করা হয়েছে।
নিয়োগ বাতিল হওয়া জেলাগুলো হলো লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী ও শরীয়তপুর।
জ্যেষ্ঠ সচিব বলেন, ‘একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট হয়। সেই কমিটি আজকে বসেছিল। পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, ইতোমধ্যে আটজনের নিয়োগ বাতিল করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট