রাফায়েত রোহানকে সভাপতি করে, অন্তর হাসান আরিফ সাধারণ সম্পাদক ও মং চুকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার শহর সংসদের কমিটি গঠন করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর(বুধবার) এক কর্মিসভার মধ্যদিয়ে এই নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
‘শিক্ষায় সন্ত্রাস নয়, চাই সুনিশ্চিত শিক্ষাজীবন’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হয় উক্ত কর্মিসভার।
কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক মুক্তাদিল বিল্লাহ জয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শিক্ষায় সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব অবসানে সুনিশ্চিত শিক্ষা জীবন চেয়ে বক্তারা বলেন, এ রাষ্ট্র অসাম্প্রদায়িক চেতনার নামে ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সন্ত্রাসের দিকে ধাবিত করার বৃথা চেষ্টা চালাচ্ছে, অচিরেই এসকল সন্ত্রাসবাদীতার বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান নিতে হবে। অন্যথায় শিক্ষার নামে ক্যাম্পাসে বিদ্যমান সন্ত্রাসী কর্মকাণ্ড শিক্ষার্থীদের জীবনকে হুমকির মুখে নিয়ে যাবে।
সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে সুনিশ্চিত শিক্ষার বিরুদ্ধে ওত পেতে থাকা শক্তির বিরুদ্ধে লড়ার আহ্বান রাখেন বক্তারা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট