বগুড়ার সোনাতলা সরকারি নাজির আখতার কলেজ প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ওবায়েদ ওয়ালীর সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ আবু তালহা মোহাঃ মনিরুল ইসলাম,সহযোগী অধ্যাপক এইচ.এম.শহীদুল ইসলাম ও সহকারী অধ্যাপক আব্দুল কাদেরসহ অনেকে। এরপর দোয়া পরিচালনা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফ। অনুষ্ঠানে সকল শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট