মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি জনাব মুহাম্মাদ নুরুল ইসলাম এর সভাপতিত্ব এবং যুব নেতা মাওলানা ইলিয়াস আমিনী ও মাওলানা জুনায়েদ বিন আনোয়ার এর সঞ্চালনায় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভাপতি, হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি মাওলানা কাউছার আজিজ. ও সাংগঠনিক সম্পাদক, মাওলানা তরিকুল ইসলাম. ইসলামী যুব আন্দোলনের জেলা সহ সভাপতি ডাক্তার আশরাফুল ইসলাম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভাপতি, মুহাম্মাদ ইকবাল মাহমুদ ও জেলা সাধারণ সম্পাদক, মুহাম্মাদ শফিকুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামীর কল্যাণময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে পীর সাহেব চরমোনাইর কোন বিকল্প নেই। তাই সাম্য, মানবিক, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান করেন। নেতারা আরো বলেন স্বাধীনতার পর থেকে যারাই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে সবাই দুর্নীতি দুঃশাসন অন্যায় অবিচারের সাথে জড়িত ছিল।
যারা জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করে এদেরকে আর সাধারণ মানুষ ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামীতে পীর সাহেব চরমোনাই কে ক্ষমতায় নিলে পাহাড় ও সমতলে সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন বলে জানিয়েছে ইসলামী আন্দোলনের নেতা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট