“বৈষম্যদূরীকরণে শিক্ষায় নিরবচ্ছিন্ন রূপান্তর: প্রেক্ষাপট বাংলাদেশ” শীর্ষক পলিসি ব্রিফ এর ওপর গণসাক্ষরতা অভিযানের প্রেস ব্রিফিং আজ ০২ অক্টোবর ২০২৪ বুধবার গণসাক্ষরতা অভিযানের আয়োজনে ঢাকার সিরডাপ মিলনায়তনে সকাল সাড়ে এগারোটায় বেসরকারি শিক্ষা পরিবারের পক্ষ থেকে তৈরি “বৈষম্যদূরীকরণে শিক্ষায় নিরবচ্ছিন্ন রুপান্তর: প্রেক্ষাপট বাংলাদেশ” শীর্ষক পলিসি ব্রিফ-এর ওপর প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও এডুকেশন ওয়াচ এর সদস্য সচিব রাশেদা কে. চৌধূরীর সঞ্চালনায় বেসরকারি শিক্ষা পরিবারের পক্ষ থেকে উক্ত প্রেস ব্রিফ্রিংয়ে এডুকেশন ওয়াচ এর আহবায়ক ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ও এডুকেশন ওয়াচ এর মূখ্য গবেষক ড. মনজুর আহমদ, বিইউআইইডি এর নির্বাহী পরিচালক ড. ইরাম মরিয়ম, নটরডেম বিশ্ববিদ্যালয় ঢাকার উপদেষ্টা জ্যোতি এফ গোমেজ, লালমাটিয়া স্কুল এন্ড কলেজ ঢাকার অধ্যক্ষ আকমল হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহিনুর আল আমিন উপস্থিত থেকে গণমাধ্যমের প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে বেসরকারি শিক্ষা পরিবারের পক্ষ থেকে তৈরি “বৈষম্যদূরীকরণে শিক্ষায় নিরবচ্ছিন্ন রুপান্তর: প্রেক্ষাপট বাংলাদেশ” শীর্ষক পলিসি ব্রিফ উপস্থাপন করা হয়। যেখানে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, উচ্চ শিক্ষা এবং শিক্ষা প্রশাসন, ব্যবস্থাপনা ও বিনিয়োগ এর উপর সুনির্দিষ্ট করে কিছু সুপারিশ তুলে ধরা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট