1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর বরিশালে “শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব: নাগরিক সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা সোনাতলায় ‘দি গ্লোবাল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত খুলনায় “শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব: নাগরিক সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় কক্সবাজার হোটেল সী মুনের আনন্দ আয়োজন সোনাতলার বালুয়াহাট ডিগ্রি কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্রাণিসম্পদ খাতকে উন্নত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন ৬৪ জেলার পুলিশ সুপার রদবদল বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু কামনায় ভিপি সাইফুল ইসলামের দোয়া ও খাবার বিতরণ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয় পরিণত করতে হবে। ও দূর শিক্ষণকে শিক্ষার্থীর দোরগোড়ায় পৌঁছাতে যা যা করার প্রয়োজন তাই করা হবে। বাংলাদেশকে উন্নত বিশ্বে পরিণত করতে হলে মানসম্মত শিক্ষার নিশ্চয়তা দিতে হবে। তিনি গতকাল পল্লী উন্নয়ন একাডেমীর বগুড়ায় এমএড ২০২৪ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি বক্তৃতা করছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক অতিরিক্ত সচিব আব্দুল মালেক। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন। প্রধান রিসার্চ পার্সন ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশন এর ডীন প্রফেসর ড. লাভলী আক্তার ডলি। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউবি বগুড়ার আঞ্চলিক পরিচালক কমলেন্দু বর্মন। বিশিষ্ট পদার্থবিজ্ঞানী প্রফেসর ওবায়দুল ইসলামের উপাচার্য দায়িত্ব নেবার পর এটি তার মাঠ পর্যায়ে প্রথম সফর হিসেবে বগুড়ায় আগমন।

ওরিয়েন্টেশনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্যের একান্ত সচিব নাসির উদ্দিন, বাউবি মিডিয়া বিভাগের যুগ্ন পরিচালক সোহেল আহমেদ, বাউবি বগুড়ার ডেপুটি আঞ্চলিক পরিচালক রুহুল আমিন প্রমুখ। উপাচার্য তার বক্তৃতায় গত ৫ ই আগস্ট বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৭ বছরে শিক্ষার ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করে, এই সেক্টরকে ধ্বংস করে দেয়া হয়েছে। এই ধ্বংসস্তূপ সরিয়ে আমরা নতুন করে দূর শিক্ষণ কে জনগণের দোর গোড়ায় পৌঁছেতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে ৪৭ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews