বগুড়ার সোনাতলা প্রেসক্লাবের নয়া কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ক্লাবের সাধারণ সম্পাদক লতিফুল ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ঐদিন প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখন সাধারণ সভা আহবান করেন। ইতিপূর্বেও তিনি কয়েক দফা সভা আহবান করেন। কিন্তু তিনি ও তার কয়েকজন অনুসারি সাংবাদিক একটি সভায়ও উপস্থিত হননি। এমতাবস্থায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুল ইসলামের সভাপতিত্বে আজ সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইমরান হোসাইন লিখন ও সাবেক সভাপতি নিপুন আনোয়ার কাজলের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারী, নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে।
এমতাবস্থায় উপস্থিত সকল সদস্য চরম অসন্তোষ প্রকাশ করেন এবং সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়।
সর্বসম্মতিক্রমে মোঃ শহিদুল ইসলাম শাহীনকে (দৈনিক বগুড়া), সভাপতি, আবু হেলালকে (দৈনিক কালের খবর)সহ-সভাপতি, লতিফুল ইসলামকে (দৈনিক চাঁদনীবাজার) সাধারণ সম্পাদক, ফয়সাল আহম্মেদকে (আমার সুন্দর দেশ) যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিনুর ইসলামকে (আমাদের দেশ) কোষাধ্যক্ষ, আব্দুল করিম জামালকে (দৈনিক সংগ্রাম) ধর্মীয় বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসেন রিপনকে (দৈনিক মহাস্থান) ক্রীড়া বিষয়ক সম্পাদক, মিনহাজুল বারী মিমকে (চ্যানেল এস) দপ্তর ও প্রচার সম্পাদক, এবং মোশাররফ হোসেন মজনু (দৈনিক সাতমাথা ও দৈনিক ইত্তেফাক),বদিউদ-জামান মুকুল (দৈনিক করতোয়া) ও তাহেরুল ইসলাম উজ্জ্বলকে (অনলাইন পত্রিকা বগুড়া বার্তা) নির্বাহী সদস্য করা হয়।
উল্লেখ্য যে,পূর্বের কমিটি দায়িত্বে থাকাকালে গত ৫ আগস্ট দুর্বৃত্ত কর্তৃক সোনাতলা প্রেসক্লাবের ব্যাপক ক্ষতিসাধন হয়। এ ব্যাপারে ঐ কমিটি আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট