আজ মঙ্গলবার জাতীয় শিক্ষা দিবস উপলক্ষ্যে পুণ্ড্র ডিবেটিং ক্লাব, সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার আয়োজনে অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল এবং পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও পুণ্ড্র ডিবেটিং ক্লাব এর প্রধান সমন্বয়ক মোস্তফা কামাল সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার প্রফেসর খোন্দকার কামাল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ড. গাজী মোঃ তৌহিদুল আলম চৌধুরী। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
আজকের বিতর্কের বিষয় ছিল “শিক্ষার জন্য আর্থিক সঙ্গতি নয়, শিক্ষার সুষ্ঠু পরিবেশই বেশি প্রয়োজন”। বিতর্কে যে দুটি দল অংশগ্রহণ করে তারা হলো পক্ষদল যমুনা ও বিপক্ষ দল পদ্মা। উক্ত বিতর্কে দুটি দল যুক্তি তর্ক উপস্থাপন করে যুমনা দল কে হারিয়ে পদ্মা দল বিজয়ী হয়।
বিচারকের দায়িত্ব পালন করেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ইব্রাহিম হোসেন, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও পুণ্ড্র ডিবেটিং ক্লাব এর প্রধান সমন্বয়ক মোস্তফা কামাল সরকার, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তাসলিমা খাতুন। বিতর্কের মডারেটরের দায়িত্ব পালন করেন পুণ্ড্র ডিবেটিং ক্লাবের সভাপতি জাহিদ হাসান ও সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক, আব্দুল আউয়াল আহমদ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন পুণ্ড্র ডিবেটিং ক্লাবের নির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট