‘যুক্তির শানিত ধারে ছিন্ন হোক আঁধার’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটির এক আলোচনা সভা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারী নরুন্নেহার মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ রহমত আলী, কেসি কলেজের প্রভাষক আলমগীর হোসাইন, প্রভাষক সোহেল রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, হাজী আরশাদ আলী কলেজের আনিসুর রহমান লিটন, শাহিনুর আক্তার লিটন ও সমাজসেবক হুমায়ন কবীর।
অনুষ্ঠান শেষে আরিফুল ইসলামকে সভাপতি, তাবিতা ইসলাম ঐশিকে সহসভাপতি, শাহমুন হাসান রাসিবকে সাধারণ সম্পাদক, ও তৌহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট