বোয়ালখালীতে সানশাইন একাডেমী’র পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষ্যে রবিবার (০১ ডিসেম্বর) স্কুল মিলনায়তনে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক নান্টু দাসের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামশুন নাহার এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিবাহী সদস্য মোহাম্মদ ইউছুপ।
এতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র -ছাত্রীবৃন্দ।
এসময় বক্তারা বিদ্যালয়ের ফলাফল অবকাঠামোগত উন্নয়নে ভূয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রেরনা প্রদান করেন।
২০২৪ সালের চলতি বছরে দশজন শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে বিদায় সংবর্ধনা পেয়েছেন।
বিদায় সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বাসিত।
পরে বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনে উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।