যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতা ও সোনাতলা পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নান্নু আকন্দকে আটক করা হয়েছে। গতরাতে সেনাবাহিনী ও সোনাতলা থানা পুলিশের যৌথ বাহিনী সোনাতলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম নান্নু আকন্দকে (৬০) তারা বাসা থেকে আটক করেছে। আটকের পর তাকে নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশী করা হয়। এ সময় তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
সোনাতলা থানার ওসি মিলাদুন নবী জানান জাহাঙ্গীর আলম নান্নু আকন্দের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সম্প্রতি থানায় অস্ত্র মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গতকাল দিবাগত রাতে সেনা সদস্যরা ও থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম নান্নুকে তার বাসা থেকে গ্রেফতার করেছে। অভিযান চালানো হয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠানেও । অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে মেয়র নান্নুর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে পৌর এলাকার বিভিন্ন মহল্লা থেকে তার শত শত সমর্থক থানায় জড়ো হয়ে গ্রেফতারের প্রতিবাদ করতে থাকে। তারা বলেন বাড়িতে ব্যবহারী ছুরি ও চাকু উদ্ধার করে প্রচার করা হচ্ছে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছ। জনপ্রিয় মেয়র নান্নুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিও তারা জানান। এ সময় স্থানীয় সাংবাদিক রাজ্জাক ও সবুজ ছবি তুলতে গেলে উত্তেজিত জনগন তাদেরকে মারপিট করে বলেও জানা গেছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট