সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের প্রবীণ শিক্ষক ফজলুল বারী (চাঁন মিয়া) বার্ধক্যজনিত রোববার (৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না. . . রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ১০০ বছর। তিনি ৫ ছেলে ৩ মেয়ে-সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেলেন। তার ইন্তেকালে সোনাতলা নাগরিক কমিটি শোক প্রকাশ,আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন নাগরিক কমিটির আহবায়ক সাবেক জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী,যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু,মহসিন আলী তাহা,সালাহ উদ্দিন মানু, সাংবাদিক মোশাররফ হোসেন মজনু,সদস্য সচিব সোহেল আহমেদ খান, সদস্য প্রভাষক গোলাম রব্বানী, হিরু মন্ডল,শফিউল্লাহ শফি,অ্যাড.মোমিনুল ইসলাম ও রিবন সরকার-সহ অন্যরা। নাগরিক কমিটির সদস্য শফিউল্লাহ শফি মরহুম ফজলুল বারী চাঁন মিয়া মাস্টারের ছেলে।
এদিকে মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম তার শ্রদ্ধেয় এই শিক্ষকের মৃত্যুতে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আজ সোমবার বাদ জোহর ফুলবাড়িয়া এইচএমভি দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হবে। ফজলুল বারী চাঁন মাস্টার শিক্ষকতা থাকাকালে সারিয়াকান্দি উপজেলায় কর্মরত থাকাকালে সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি সারিয়াকান্দি থেকে বদলী হয়ে সোনাতলা উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করেন এবং এখান থেকে অবসর গ্রহণ করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট