পঞ্চগড়ের বোদায় স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের ২০২৪-২৫ কমিটি ঘোষণা করা হয়েছে। ঐতিহ্যবাহী এই যুব সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: জাহিদ হাসান। সাধারন সম্পাদক হিসেবে মো: শামিম ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোছা: শিমু আক্তার নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড সেমিনার কক্ষে কাউন্সিল ও আলোচনা শেষে কমিটি ঘোষনা করা হয়।
কমিটির সহসভাপতি স্মৃতি রানী ও আয়েশা সিদ্দিকা, সহ সাধারন সম্পাদক বৃষ্টি রানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তিশা আক্তার, ক্যাম্পেইন সম্পাদক ঋত্বিকা মন্ডল, নির্বাহী সদস্য রাব্বানী ইসলাম, অবনী রানী, আশরাফিয়া আক্তার জুই। আলোচনায় অংশ নেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার অনিল শর্মা, মালেকা বেগম, ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশের সদ্য বিদায়ী সভাপতি খানসা রহমান, আহ্বায়ক শাহনেওয়াজ শিহাব, এম রাব্বী, যুগ্ম আহ্বায়ক ফাওজুর রহমান সাবিত, বাংলাদেশ যুব ছায়া সংসদের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আকিল আহমেদ প্রমুখ।
ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার বোদার বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আন্দোলন, শীতার্থ মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ, অসহায়দের মাঝে খাবার বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদানসহ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে আসছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট