বগুড়ার ‘দ্যা ব্রিলিয়্যান্ট ফাউন্ডেশন’র আয়োজনে প্রতি বছরের ন্যায় আজ ২১ ডিসেম্বর শনিবার সোনাতলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা ফাযিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ২২৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের ওইদিন বাংলা ও ইংরেজি-সহ চারটি বিষয়ের ওপর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুষ্ঠু পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনা করেন কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা অ্যাড.দলিলুর রহমান,কেন্দ্র সচিব অধ্যক্ষ আতাউর রহমান আনসারী ও সহকারি সচিব মোঃ আমজাদ হোসেন। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক আল-আমিন, বর্তমান পরিচালক শাহারিয়ার হাসান, সোনাতলা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম ও সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট