গণসাক্ষরতা অভিযান ও নেটজ বাংলাদেশ-এর যৌথ আয়োজনে সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, বিকাল ৩:০০ টায় সিক্স সিজনস হোটেলের কনফারেন্স রুমে (গুলশান-২) ঢাকায় “প্রাথমিক বিদ্যালয়ে প্রাকৃতিক দুর্যোগকালীন প্রস্তুতি: আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণসাক্ষরতা অভিযান-এর নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন অন্তর্বতী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নানা ধরনের সংকটে রয়েছে বাংলাদেশ। এ সংকট মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি তরুণ এবং শিক্ষার্থীদের এতে কাজে লাগাতে হবে। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির আহবায়ক ড. মনজুর আহমদ নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ উইং-এর পরিচালক প্রফেসর মোঃ সাইদুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক মোঃ রাইহুল করিম, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)- এর সদস্য সচিব শরীফ জামিল। ধন্যবাদ জ্ঞাপন করেন নেটজ বাংলাদেশ-এর পরিচালক শহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য এবং কর্মসূচির উদ্দেশ্য বর্ণনা করেন গণসাক্ষরতা অভিযান এর উপ-পরিচালক তপন কুমার দাশ। মতবিনিময় সভায় সমীক্ষার ফলাফল সংক্রান্ত (Keynote) উপস্থান করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর প্রফেসর এমিরেটাস ড. আইনুন নিশাত।
এছাড়াও অভিভাবক, এসএমসি সদস্য, শিক্ষক/ শিক্ষক সংগঠনের প্রতিনিধি, গণসাক্ষরতা অভিযান কাউন্সিল সদস্য সংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, পরিবেশ বিশেষজ্ঞ, গণমাধ্যমের প্রতিনিধি, এডুকেশন ওয়াচ-এর সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, আন্তর্জাতিক সংগঠন ও আনন্দলোক ট্রাস্ট, জাগরণী চক্র ফাউন্ডেশন, গণ উন্নয়ন কেন্দ্র, গণসাক্ষরতা অভিযান ও নেটজ বাংলাদেশ এর প্রতিনিধিসহ মতবিনিময় সভায় প্রায় ১৩০ অংশগ্রহণ করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট