সোনাতলা উপজেলা সদরের প্রাণকেন্দ্র পোস্ট অফিসের সামনে ভাড়াকৃত ভবনে পল্লী বিদ্যুতের জোনাল অফিস স্থানান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎ গ্রাহক-সহ জনসাধারণ বিক্ষোভ সমাবেশ ও প্রায় ৪০ মিনিট ধরে বিদ্যুৎ অফিস ঘেরাও করেন রাখেন। গত প্রায় ৬ বছর ধরে সোনাতলা উপজেলা সদরের পোস্ট অফিসের সামনে একটি ভবন ভাড়া নিয়ে পল্লী বদ্যুতের জোনাল অফিস হিসেবে ব্যবহার হয়ে আসছে। ইতোমধ্যে এখান থেকে প্রায় পৌনে এক কিলোমিটার দূরে পশ্চিম দিকে আগুনিয়াতাইড় গ্রামে নবনির্মিত একটি ভবন ভাড়া নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। সেখানে ওঠার জন্য স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা প্রয়োজনীয় খাতাপত্র ও অন্যান্য জিনিসপত্র গুটিয়ে রেখেছেন। জনগণ বিষয়টি জানতে পেরে সকাল ১০টা থেকে পল্লী বিদ্যুৎ অফিসে আসতে শুরু করেন। জনগণ বিক্ষুব্ধ হয়ে অফিসের সামনে অবস্থান নিয়ে এক পর্যায়ে বিক্ষোভ,অফিস ঘেরাও ও বক্তব্য দেন। সেইসাথে জোনাল অফিসের (বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২) ডেপুটি জেনারেল ম্যানেজার উত্তম কুমার সাহার দপ্তরে যান। সেখানে গিয়ে বিক্ষুদ্ধকারীরা অফিসটি এখান থেকে আগুনিয়াতাইড়ে স্থানান্তর না করার জন্য অনুরোধ জানান। কারণ বিদ্যুৎ গ্রহকরা সেখানে গিয়ে বিদ্যুৎ বিল প্রদান করা-সহ অন্যান্য কাজের জন্য গেলে বাড়তি অর্থ ব্যয়,হয়রানী ও সময়ের অপচয় হবে।
ডেপুটি জেনারেল ম্যানেজার উত্তম কুমার সাহা বলেন আগুনিয়াতাইড় এলাকায় নবনির্মিত ভবনে ওঠার জন্য আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ইতোমধ্যে বাসা মালিকের সাথে লিখিত চুক্তি সম্পন্ন হয়েছে। তবে আজকে জনগণের অনুরোধে ও তাদের দাবীর প্রেক্ষিতে আপাততঃ সেখানে ওঠা স্থগিত করা হলো।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট