জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. মোঃ শফিকুর রহমান ও নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিনের পক্ষ থেকে সোনাতলা উপজেলা জামায়াতের মাধ্যমে গড়ফতেপুর গ্রামের মৃত কাজী সিরাজুল ইসলামের ছেলে মোঃ খাজা মিয়ার চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। উপজেলা জামায়াত অফিসে অনুদানের অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মোঃ ফজলুল করিম,নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক মন্ডল,অধ্যক্ষ মাও.মোঃ নূরুল ইসলাম,সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম-সহ অনেকে। অনুদান দেয়ার পাশাপাশি জামায়াত নেতৃবৃন্দ ক্যান্সারে আক্রান্ত রুগীটির দ্রæত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এদিকে অনুদান পাওয়ায় রুগী ও তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট