1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাইবার সুরক্ষা অধ্যাদেশ হয়রানিমূলক ধারা বাদ, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ সীমিত আরব বসন্ত ও বাংলাদেশ বিশ্বের ক্ষুদ্রতম নদী রো আহমেদ ইমতিয়াজ বুলবুলের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিল্পী আসিফ আকবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শুধু রাজস্ব আদায় করবে এনবিআর বাঁওড় ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে জলমহাল নীতিমালা প্রণয়নে দেশব্যাপী স্মারকলিপি পেশ অভিনয়ের বাইরে র‌্যাম্পেও ঝলমলে রুনা খান অতি বিপ্লবী চিন্তা-ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয়: মির্জা ফখরুল

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে আয়ারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
গাজায় গণহত্যা চালানোয় ইসরায়েল বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগ দিয়েছে আয়ারল্যান্ড। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক বিচার আদালতের এক বিবৃতি থেকে একথা জানিয়েছে বলে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে।

সোমবার ( ৬ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দেশটি যুক্ত হয় মামলায়। মামলায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রতি আয়ারল্যান্ডসের দীর্ঘস্থায়ী সমর্থন প্রতিফলিত হয়েছে।

এই মামলায় আয়ারল্যান্ডের যোগ দেয়ার বিষয়টি প্রত্যাশিত ছিল। গত মাসে দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এই মামলায় যুক্তি দাখিল করার একটি পরিকল্পনা অনুমোদন করে সরকার। এ ছাড়া এক সপ্তাহের মধ্যে এটি নেদারল্যান্ডসের হেগে দায়ের করা হবে বলেও জানানো হয়। দক্ষিণ আফ্রিকা গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাটি দায়ের করে।

আয়ারল্যান্ড বেশ কয়েক মাস ধরে এই মামলায় যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসছিল। গত ৬ জানুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে দেশটি যুক্ত হলো মামলায়।

আদালত মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আদালতের সংবিধির ৬৩ অনুচ্ছেদ অনুসারে গাজা উপত্যকায় গণহত্যার অপরাধের প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের আবেদন সংক্রান্ত মামলায় যুক্ত হওয়ার ঘোষণা আদালতের রেজিস্ট্রিতে দাখিল করেছে আয়ারল্যান্ড।’ দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েল দৃঢ়ভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে দক্ষিণ আফ্রিকার মামলাটিকে ‘আদালতের ঘৃণ্য এবং অবমাননাকর অপব্যবহার’ হিসাবে বর্ণনা করেছে।

২০২৪ সালের জানুয়ারিতে একটি প্রাথমিক রায়ে, আদালত ইসরায়েলকে গাজায় তাদের হামলা থামানোর নির্দেশ দেন। এ ছাড়া মে মাসে দেশটিকে দক্ষিণ গাজার রাফাহ শহরে তার সামরিক আক্রমণ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন আদালত।

গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে ফিলিস্তিনি জনগণকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সেখানে তীব্র মানবিক বিপর্যয়সহ অন্তত ৪৫ হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া বাস্তুচ্যুত কয়েক লাখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews