সোনাতলার গড়চৈতন্যপুর গ্রামে পার্সন প্রোগ্রেস অ্যাসোসিয়েশন (এস্পা)-এর আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আজ দুপুরে বিভিন্ন এলাকার গ্রামীণ দরিদ্র মহিলাদের মাঝে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন, কাপড় ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়েছে। এস্পার সভাপতি মোঃ আব্দুল হালিমের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন এস্পার নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম,সুপার ভাইজার এনামুল হক, টিজিএসএস চেয়ারম্যান সাইফুল ইসলাম ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পাভেল আহম্মেদ প্রমুখ। পরে সুবিধাভোগী দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন,কাপড় ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবা দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট