1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বগুড়ায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত প্রশিক্ষণ পেয়ে জীবন বদলে গেছে আমিনার ও মারুফা দম্পতির ঢাকায় আইএলও কনভেনশন অনুস্বাক্ষর বাস্তবায়ন সম্পর্কিত মতবিনিময় সভা বগুড়ায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত রানীরপাড়া স্কুলে আলোর প্রদীপ সংগঠনের পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ ময়মনসিংহে ‘আদিবাসী শিশুদের শিক্ষা: অংশীজনের প্রত্যাশা’ বিষয়ক মতবিনিময় সভা নেত্রকোণায় নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষা: অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা সোনাতলায় মাদকের ব্যপকতা প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ সোনাতলায় মাদক নির্মূলের দাবিতে নাগরিক কমিটির স্মারকলিপি প্রদান বৈশ্বিক অর্থায়ন সংকটের প্রেক্ষিতে এনজিওদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা

সোনাতলায় পূর্ব শত্রুতার জেরে বিধবা মহিলার উপর হামলা ও মারপিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

সোনাতলায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মোছাঃ সাজেদা বেওয়াকে (৭০) হত্যার উদ্দেশ্যে বেদম মারপিট করে গুরুতর আহত করেছে। এ ব্যাপারে আহত মহিলার ছেলে বেলাল হোসেন বেপারী ৬ জনকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করেছেন। তিনি এজাহারে উল্লেখ করেন যে, ছাতিয়ানতলা গ্রামের আমার মামা আব্দুল হামিদ (আলম)-এর বাড়িতে আমার মা বেড়াতে যায়। সেখানে বিবাদী একই এলাকার মৃত নজির হোসেন মন্ডলের ছেলে সোহেল রানা বাবু (৪০),নান্টু মন্ডল(৪৫),মিন্টু মন্ডল (৪২),নান্টু মন্ডলের ছেলে রিপন (২০),নান্টু মন্ডলের স্ত্রী রূপালী বেগম (৪০) ও উত্তর কালাইহাটা গ্রামের মজনু মিয়ার স্ত্রী ও মৃত নজির হোসেন মন্ডলের মেয়ে নাজমা বেগম (৫০) সকাল ১১টার দিকে পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে আকস্মিক ওই বাড়ির আঙ্গিনায় যেয়ে আমার মায়ের মাথা,হাত,পা-সহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি, লোহার রড,গাছের ডাল,ধারালো ছুরি ইত্যাদি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম ও আঘাত করে। এতে আমার মা সাজেদা বেওয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে চিৎকার দেয়। তার চিৎকারে ওই বাড়ির ও আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে আমার মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনাতলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। আহত মহিলার পারিবারিক সূত্রে জানা গেছে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়ায় আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সোনাতলা হাসপাতাল থেকে জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়রা জানায় বিধবা সাজেদা বেওয়া একজন শান্ত ও ন¤্র প্রকৃতির মহিলা। তাকে আহত করার বিষয়টি মেনে নেয়ার মতো নয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews